ভারতীয় সংবিধান মেনেই বিয়ে করেছেন তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা। সমালোচক এবং বিক্ষোভকারীরা বরং তাঁদের কাজে মন দিন। মেয়ের বিয়ে নিয়ে চলা বিতর্কের প্রেক্ষিতে এভাবেই বিক্ষোভকারীদের সপাটে জবাব দিলেন অভিনেতা- সাংসদ শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সম্প্রতি বিয়ে করেছেন ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনলাইনে তো বটেই, বিক্ষোভ হয়েছে শত্রুঘ্নের খাসতালুক পাটনাতে। সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিতে চাইছেন বিক্ষোভকারীরা। তুলে আনছেন লভ জিহাদের প্রসঙ্গ। তবে শত্রুঘ্নর এসবে থোড়াই কেয়ার। রীতিমতো ফ্রন্টফুটে গিয়ে সমালোচনা উড়িয়ে দিলেন তিনি।।
স্ত্রী পুনম সিন্হার সঙ্গে দাঁড়িয়ে মেয়ের বিয়ে দিয়েছেন শত্রুঘ্ন। তবে শোনা যাচ্ছে, সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ নাকি এই বিয়েতে অখুশি৷ বিয়ের আসরে দুই দাদার অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের।
হিন্দু শিব ভবানী সেনা পাটনায় বিক্ষোভ করেছে বিয়ের প্রতিবাদে। সেই প্রসঙ্গে শত্রুঘ্নর জবাব, "আমার মেয়ে কোনও ভুল কাজ করেনি। যা করেছে সংবিধান মেনেই করছে।"