ধর্মীয় রীতি আচার নয়, খাতায় কলমে সই সাবুদ করে বিয়ে সারলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ-পহেলী সাহা। বিয়ের নথিভুক্তিকরণের সাক্ষী থাকলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
পহেলী শতরূপের দীর্ঘদিনের বান্ধবী, দুজনেই বাম আদর্শে বিশ্বাসী। রবিবার বিয়ে করলেন দুজন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দুজনের বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম রাজনীতির একগুচ্ছ চেনা মুখ উপস্থিত ছিলেন উদযাপনে।
ঊষসী চক্রবর্তী সহ টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখও শামিল হয়েছিলেন উদযাপনে।