Satabdi Roy: ১৪ বছর পর 'বাৎসরিক', লালমাটি থেকে ফের টলিউডে শতাব্দী রায়

Updated : Feb 28, 2025 17:28
|
Editorji News Desk

আটের দশক থেকে নতুন শতাব্দী জুড়ে বাংলা সিনেমার নায়িকা বলতে ঋতুপর্ণা, দেবশ্রী রায়দের সঙ্গে আরও একটি নাম উচ্চারিত হতো, তিনি শতাব্দী রায় (Shatabdi Roy) । ১৯৮৩ সাল থেকে ২০১১ টানা ৩ দশক বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী শতাব্দী রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যয়, তাপস পালদের নায়িকা ছিলেন শতাব্দী। এরপর অভিনেত্রী থেকে নেত্রী হিসেবে রাজনীতিতে অভিষেক হয় তাঁর। রাজনীতির কেরিয়ারেও তাঁকে টলানো মুখের কথা নয়। 


২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার বীরভূমের সাংসদ নির্বাচিত হন শতাব্দী রায়। এরপর ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও একই আসনে তিনিই জিতে ফেরেন। রাজনীতিতে পুরোদস্তুর সময় দেওয়ার জেরে অভিনেত্রী শতাব্দী রায়কে হারিয়ে ফেলেছিলেন বাঙালি দর্শকেরা। তবে তাঁকে পর্দায় ফেরানোর ‘গুরুদায়িত্ব’ নিয়ে ফেলেছেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) ।


টলি পাড়ার অন্দরের খবর, প্রায় ১৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী শতাব্দী রায়। ছবির নাম ‘বাৎসরিক’। এই ছবিটি মৈনাকের কাছেও চ্যালেঞ্জ। কেননা তিনি যেধরণের ছবি এতদিন অবধি বানিয়ে এসেছেন তার থেকে এই ছবির ধরন আলাদা। ‘বাৎসরিক’ একটি সাইকোলজিকাল থ্রিলার।  ছবিতে শতাব্দী রায় ছাড়াও দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। 


ছবির গল্প এগোবে অতিপ্রাকৃতিক নানা ঘটনা প্রবাহ ঘিরে। ছবিতে দেখানো হবে, ঋতাভরীর বর মারা গিয়েছেন অন্যদিকে ভাতৃহারা হয়েছেন শতাব্দী রায়। তাঁদের সমীকরণ ফুটে উঠবে পর্দায়। তবে এত অভিনেত্রীরা থাকতে কেন শতাব্দী রায়কেই বাছলেন পরিচালক? এর উত্তরে আনন্দবাজার অনলাইনকে মৈনাক জানিয়েছেন, তিনি এমন একজনকে খুঁজছিলেন যাঁকে অনেক বছর পর্দায় দেখা যায়নি। অন্যদিকে প্রায় এক দশকের বেশি সময় ধরে শতাব্দীকেও দেখা যায়নি বড়পর্দায়। এর আগেও অভিনেত্রীর কাছে সুযোগ এলেও, সময় সাথ দেয়নি সেসময়। তবে এবার রাজনীতির ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রাজি হয়েছেন শতাব্দী। ফেব্রুয়ারির শেষ থেকেই শ্যুটিং শুরুর হয়েছে বলে জানা গিয়েছে। 

Mainak Bhaumik

Recommended For You

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে
editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ