ফুলগুলো সরিয়ে নাও,
আমার লাগছে।
মালা
জমে জমে পাহাড় হয়
ফুল জমতে জমতে পাথর।
পাথরটা সরিয়ে নাও,
আমার লাগছে।
শাঁওলি মিত্র জানতেন। তাই তাঁর মরদেহ নিয়ে কোনও শোকমিছিল হয়নি এ শহরে। এই সময়ের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব যখন চলে যাচ্ছেন চিরঘুমে, কলকাতা টেরই পেল না।
শাঁওলি মিত্রের শেষকৃত্যের পর খবর পেয়েছেন মমতা, শিল্পীকে 'মনে ধরে রাখলেন' মুখ্যমন্ত্রী
ইচ্ছাপত্রে শাঁওলি মিত্র (Shali Mitra) লেখেন, তাঁর মৃত্যুর পর কোনও ফুলভার যেন তাঁকে বইতে না হয়। তাঁর মৃত্যুর পর কন্যাসম অর্পিতা ঘোষ ও পুত্রতূ্ল্য সায়ক চক্রবর্তী শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করবেন। সেখানে তিনি জানান, সকলের অগোচরে যেন অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই ইচ্ছাকেই সম্মান জানান তাঁর স্বজনেরা।
এই প্রচারসর্বস্ব সময়ে এমন অনাড়ম্বর চলে যাওয়া, এমন একলা বিদায় মনে করিয়ে দেয়, এক শিল্পীর জীবনের শেষটুকু সফল শোকমিছিলে নয়, বরং তাঁর কাজে, নীরবতায়। মঞ্চের সেই দৃপ্ত অভিনেতার শেষ প্রস্থান যেন রাজার মতো। অভিনয় শেষ হয়েছে, মঞ্চ ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। অথচ পর্দা নামার আগে বুঝতেই পারেনি দর্শক।