ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ। ভারতীয় সঙ্গীতের জন্য গর্বের মুহূর্ত তৈরি হল রবিবার রাত্রে। গ্র্যামির মঞ্চে বিশ্বের সেরা মিউজিক অ্যালবামের শিরোপা পেল 'শক্তি' ব্যান্ডের 'দিস মোমেন্ট' অ্যালবামটি।
সঙ্গীতের সর্বোচ্চ সম্মান পেলেন জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, পল ম্যাকলগ্লিন, ভি সেলভাগণেশ-এর মতো ভারতীয় সঙ্গীতের দিকপালরা। আমেরিকায় ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল এই সম্মান।
দিস মোমেন্টস অ্যালবাম ৪ টি ফিউশন পারফরম্যান্সের সংকলন।