বলিউডে ফের দুঃসংবাদ । প্রয়াত জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । সোমবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । পরিবারের তরফে, এমনটাই জানানো হয়েছে । মাত্র ৭৯ বছরেই না ফেরার দেশে চলে গেলেন মহাভারতের শকুনি মামা ।
বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুফি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড । টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ছিলেন গুফি । বেশ কয়েকটি সিনেমাও করেছেন । তবে বি আর চোপড়ার মহাভারত-এর শকুনি মামা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান । বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মানুষ তাঁকে মনে রেখেছে শকুনি মামা হিসেবেই ।
অভিনয়ের পাশাপাশি গুফি কয়েকটি টিভি শো এবং ‘শ্রী চৈতন্য মহাপ্রভু’ নামে একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন । বিআর ফিল্মের সঙ্গে একজন সহকারী পরিচালক, কাস্টিং ডিরেক্টর এবং প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন । উল্লেখ্য, জনপ্রিয় কমেডিয়ান পেন্টালের ভাই ছিলেন ।
'মহাভারত' ছাড়াও, তিনি 'ভারত কা বীর পুত্র - মহারানা প্রতাপ', 'মিসেস কৌশিক কি পাঁচ বহুইঁয়ে', 'কর্মফল দাতা শনি' এবং 'কর্ণ সঙ্গিনী'-এর মতো টিভি শোতেও অভিনয় করেছেন । তাঁকে শেষ দেখা গিয়েছিল টিভি শো ‘জয় কানিয়া লাল কি’-তে।