পাঠানের কয়েক মাসের মধ্যে 'জওয়ান'-এর ঝোরো ব্যাটিং। সপ্তম স্বর্গে শাহরুখ। সম্প্রতি এক ইভেন্টে আবারও কিং খানের গলায় ভেসে এল জওয়ান-এর সংলাপ।
৩ অক্টোবর 'জওয়ান'এর একটি সাংবাদিক বৈঠক ছিল। সেখানেই ব্লক ব্লাস্টার ছবি নিয়ে বেশ কিছু কথা বললেন শাহরুখ। বললেন, জওয়ান, শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আমাদের ছবি, আমাদের প্রত্যেকের।
আটলি পরিচালিত ছবিটি সারা বিশ্বে এখনও পর্যন্ত ১০৬৮ কোটি টাকার ব্যবসা করেছে।