মৃত্যু কড়া নাড়ছে, শেষ ইচ্ছে ছিল শাহরুখ খানকে একটিবার ছুঁয়ে দেখতে চান। কথা রাখলেন বলি বাদশা, পাশাপাশি ক্যানসার আক্রান্ত শিবানীর বাড়িতে জমিয়ে মাছের ঝোল খাবেন এই কথাও দিলেন কিং খান। খড়দহের দক্ষিণপল্লীর বাসিন্দা শিবানী চক্রবর্তী, দিন কয়েক আগেই উঠে এসেছিলেন খবরের শিরোনামে। মারণরোগ ক্যানসারে আক্রান্ত তিনি। যেকোনও সময় ঘটে যেতে পারে অঘটন। বছর ৬০-এর শিবানীর শেষ ইচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি জানিয়েছিলেন তাঁর মেয়ে।
‘মৃত্যু পথযাত্রী’শিবানী দেবীকে জবাব দিয়ে দিয়েছেন ডাক্তার। তবুও জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ হল তাঁর। শিবানী দেবীর কথা রাখলেন বাদশা। শাহরুখ খান ওয়ারিয়ারস ফ্যান ক্লাবের তরফ থেকে এক টুইটে জানানো হয়েছে, শাহরুখ শিবানীর সঙ্গে ৪০ মিনিট মতো কথা বলেছেন। কথা দিয়েছেন কলকাতায় গেলেই শিবানী দেবীর বাড়িতে যাবেন তিনি, জমিয়ে খাবেন মাছের ঝোল ভাত। এমনকী তাঁর মেয়ের বিয়েতেও যাবেন বাদশা। শিবানী দেবীর চিকিৎসার জন্য অর্থ সাহায্যও করবেন বলে জানিয়েছেন তিনি।
Khardah News: কড়া নাড়ছে মৃত্যু, শাহরুখকে দেখাই শেষ ইচ্ছা ক্যানসার আক্রান্ত শিবানী চক্রবর্তীর
জানা গিয়েছে, ২০২১ সালে মারণ রোগ বাসা বাঁধে শিবানী চক্রবর্তীর শরীরে । প্রথমে কোমরে ব্যথা, তারপর অপারেশনের পর জানা যায়, তিনি ক্যানসার আক্রান্ত । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার রোগ বিভাগে চিকিৎসা চলছে তাঁর । পরিবারের দাবি, ইতিমধ্যেই ১০টির বেশি কেমো হয়ে গিয়েছে । কিন্তু, ফিরে আসার সম্ভাবনা নেই শিবানী দেবীর । তাই তাঁর ইচ্ছাপূরণের চেষ্টাতেই রয়েছেন তাঁর পরিবার ।