বলিউড কাপলদের মধ্যে অন্যতম মীরা রাজপুত-শাহিদ কপুর। দুই ছেলে-মেয়ে নিয়ে ওদের ভরা সংসার। দুজনের রসায়ন নিয়ে বিনোদন দুনিয়ায় চর্চা লেগেই থাকে, কিন্তু স্ত্রীকে নিয়ে করা শাহিদের সাম্প্রতিক এক মন্তব্যের জেরে বিতর্ক শুরু হয়েছে, নেট নাগরিকরা রীতিমতো সমালোচনা করছেন যব উই মেট অভিনেতার মন্তব্যকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ বলেছেন,‘বিয়ের পর মহিলারা জীবনে এসে পুরুষদের জীবন গুছিয়ে দেন"। মীরাও তাঁর জীবনে এসে তেমনটা করেছেন, এটাই জীবন। এই মন্তব্যেই আপত্তি নেট নাগরিকদের বড় অংশের। অভিনেতার উদ্দেশে অনেকেরই , মীরার জায়গা তাঁর জীবনে স্ত্রীয়ের , না আয়ার? অনেকে এও বলছেন, স্ত্রীয়ের অস্তিত্ব শুধু পুরুষের জীবন গুছিয়ে দেওয়ার জন্য?