পুলিশ নাকি মাফিয়া । শাহিদ কাপুরকে নিয়ে এমনই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় । কী ব্যাপার ? সবটাই 'দেবার' কীর্তি । শাহিদের আগামী ছবি । ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেবা । ইতিমধ্যেই ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় । এই প্রথম অ্যাকশন থ্রিলারে দেখা যাবে শাহিদকে । সম্প্রতি, দিল্লিতে এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক বৈঠক হয় । সেখানেই অভিনেত্রী পূজাকে নিয়ে হাজির ছিলেন শাহিদ । পোশাকে দু'জনেই টুইনিং করেছেন । শাহিদকে দেখা গিয়েছে কালো স্যুটে । সেখানেই অভিনেতা জানান, একবছর এই ছবির জন্য সাধনা করেছেন তিনি । তবে, অনেকে বলছেন, যেন কবীর সিং-কে দেখা যাচ্ছে দেবা-র মধ্যে । সত্যিই কি তাই ? শাহিদ কি বলছেন ?
সাংবাদিক বৈঠকে শাহিদ জানান, ট্রেলার দেখে এই চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। দেবা একেবারেই কবীর সিং নয় । তিনি আরও বলেন, "ছবি দেখলে বোঝা যাবে দু’টি চরিত্র কতটা আলাদা। কারণ কবীরের চরিত্র দেখে মানুষ আমাকে 'উড়তা পঞ্জাব'-এর টমি সিংয়ের সঙ্গে তুলনা করতেন। কিন্তু ছবি মুক্তির পর সেই ধারণা বদলে যায়।" শাহিদ আরও বলেন, "পরিচালকের সঙ্গে এক বছরের আলোচনা এবং প্রস্তুতি। তার পর আরও এক বছর শুটিং। " এই একবছরে আর কোনও কাজ করেননি শাহিদ ।
জানেন কি শাহিদ কাপুর একজন দারুণ থেরাপিস্ট । অভিনেত্রী পূজা হেগড়ে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন । শাহিদ সম্পর্কে পূজা জানান, শাহিদ তাঁকে নানাভাবে কাউন্সিল করেন । জীবন ও কেরিয়ার সম্পর্কে নানা ধরনের টিপস দেন । মজা করে পূজা এও জানান, শাহিদ তাঁকে প্রথমে ফ্রি সেশন দিয়েছেন । তারপর নাকি পারিশ্রমিকও নেবেন বলে জানিয়েছেন ।
সবশেষে আবারও একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে শাহিদ পুলিশ নাকি মাফিয়া । সাংবাদিক বৈঠকে অভিনেতা জানিয়েছেন, সব উত্তরই মিলবে ৩১ জানুয়ারি । তাই তাঁর আগে কোনও কিছু খোলসা করতে রাজি নন তিনি । ছবিতে নাকি দারুণ চমক রয়েছে । এমনটাই জানাচ্ছেন শাহিদ ।
দেবা পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু । যৌথভাবে সিনেমা প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর এবং উমেশ কে আর বংসল । ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে শাহিদকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা । অনেকে বলছেন, পুরোনো রাফ অ্যান্ড টাফ শাহিদ কাপুর ফিরে এসেছে । আবার কেউ বলছেন, রোহিত শেট্টির শেখা উচিত পুলিশদের নিয়ে সিনেমা কীভাবে বানানো উচিত ।