শাহরুখ খানের আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা- 'জওয়ান'। যে ছবিটি ঘোষণার পর থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কয়েক সপ্তাহ আগে রিলিজ করা ছবির প্রিভিউ নিয়েও শাহরুখ-ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছিল। এবার, সেই উন্মাদনা আরও বাড়াতেই ছবির আরও একটি মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং কিং খান। যেখানে 'জওয়ান'-এ শাহরুখ অভিনীত প্রতিটি চরিত্রের একটি আভাস দেওয়া হয়েছে। যার কোনওটায় মুখে মাস্ক, কোনওটায় মাথাভর্তি চুল আবার কোনওটায় শাহরুখ খানের ন্যাড়ামাথা। মোশন পোস্টার শেয়ারের পর থেকেই তা নিয়ে প্রত্যাশামতোই উন্মাদনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপথী অভিনীত ও গৌরী খান প্রযোজিত 'জওয়ান' মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। যে ছবির বিশেষ চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত সহ আরও একাধিক তারকা।