লম্বা বিরতির পর 'পাঠান' নিয়ে মাঠে নেমেছিলেন শাহরুখ খান৷ বক্স অফিস তোলপাড় করে একের পর এক রেকর্ড গড়েছে সেই ছবি। কিং খানের অনুরাগীরা এখন অপেক্ষা করছেন তাঁর পরবর্তী ছবি 'জওয়ানে'র জন্য। তার পরপরই বলিউডের বাদশাকে আবারও দেখা যেতে পারে পর্দায়৷ পরিচালক পুনীত মালহোত্রার সঙ্গে তাঁর নতুন প্রোজেক্ট নিয়ে আলোচনা তুঙ্গে।
পরিচালক ইতিমধ্যেই ইন্সটাগ্রামে কিং খানের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন। শাহরুখের চার্ম আর ক্যারিশমায় তিনি আপ্লুত৷ পুনীত লিখেছেন, "সেটে শাহরুখ খানের সঙ্গে কাজ করা, তাঁর চার্ম, ক্যারিশমা, নম্র আচরণ, ভালোবাসার মুখোমুখি হতে পারা অত্যন্ত মূল্যবান।' শাহরুখকে ধন্যবাদও জানিয়েছেন পুনীত।
কিছু ফ্যান পেজেও ক্যামেরা সহ শুটিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি সহ শাহরুখ খানের ছবি শেয়ার করেছে।
সম্প্রতি টুইটারে এসআরকে তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলছেন। 'আস্ক এসআরকে' সেশনে ভক্তরা জওয়ান নিয়ে একের পর এক প্রশ্ন করছেন তাঁকে।