ভিনদেশি এক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণ ছিল একটাই , শাহরুখ খান (Shahrukh Khan) আর ওই মানুষটি একই দেশের সহনাগরিক। মিশরের এক ট্র্যাভেল এজেন্টের এই গল্পের কথা এখন সকলেই জানেন। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী দেশপান্ডে (Ashwini Deshpande) নিজেই টুইটারে জানিয়েছিলেন সে কথা। এবার সেই ভক্তের কাছে পৌঁছে গেল 'টোকেন অফ লাভ', স্বয়ং কিং খানের তরফে।
ভক্তের এবং তাঁর মেয়ের নামে ছবিসহ অটোগ্রাফ এবং উপহার পাঠিয়েছেন বলিউডের বাদশা। ভোলেননি সেই অধ্যাপকের কথাও।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টকে (Red Chillies Entertainment) ট্যাগ করে তিনি শাহরুখের একটি অটোগ্রাফ করা ছবি চেয়ে পাঠিয়েছিলেন তিনি, জানিয়েছিলেন যদি শাহরুখ এতটুকু করতে পারেন তবে ওই ট্রাভেল এজেন্ট এবং তাঁর মেয়ে খুব খুশি হবে।
প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুতেই মিশরের ভ্রমণ সংস্থার কর্মীকে টাকা পাঠাতে পারছিলেন না এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী পাণ্ডে। শেষমেশ, মিশরের ওই ভ্রমণ সংস্থার কর্মী অগ্রিম টাকাপয়সা না নিয়েই সমস্ত বুকিং দেন অধ্যাপককে।