আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি 'জওয়ান' (Jawan)। ছবির ট্রেলারের মুক্তির জন্য দুবাইতে উড়ে গিয়েছিলেন কিং খান। বৃহস্পতিবার বুর্জ খলিফাতে ট্রেলারটি মুক্তি পায়। এই ছবিতে ৫টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এই প্রথমবার ছবির প্রয়োজনে ন্যাড়ামাথার একটি চরিত্রের ভূমিকায়ও অভিনয় করছেন তিনি। সেই প্রসঙ্গেই কিং খান বলেন, আমি কোনওদিনই ন্যাড়া হতে চাইনি আর হবোও না। আপনাদের জন্য এবার আমি ন্যাড়াও হয়ে গেলাম! অন্তত এটার সম্মান রাখতেও থিয়েটারে সিনেমাটা দেখতে চলে যান! বলা তো যায় না, আর কখনও আমাকে ন্যাড়ামাথায় দেখার সুযোগ পাবেন কি না!
আরও পড়ুন: ভোর ৬টায় প্রথম শো, ইতিহাস গড়ছে কিং খানের 'জওয়ান'
বুর্জ খলিফায় অনুষ্ঠানটির সঞ্চালক শাহরুখকে জানান তাঁর এক ভক্তের কথা। যে ভক্ত এবং তাঁর পরিবার বুর্জ খলিফার একটা গোটা রেস্তোরাঁ ভাড়া করে নিয়েছেন কেবলমাত্র শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন বলে! তা শুনে মজা করে কিং খান বলেন, 'ডিনার রেডি করে রাখুন। আমি আসছি'।