রাত তখন ১২টা । 'মন্নত'-এর সামনে থিকথিকে ভিড় । বাজি ফাটছে, সেলিব্রেশন চলছে । আর শোনা যাচ্ছে কয়েকটা শব্দ, হ্যাপি বার্থ ডে শাহরুখ, হ্যাপি বার্থ ডে কিং খান । বাদশাহকে দেখার জন্য, একবার তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষায় অগণিত ভক্ত । প্রত্যেকের চোখ বিলাসবহুল বাংলোর ব্যালকানির দিকে । অবশেষে প্রতীক্ষার অবসান হল । শাহরুখ এলেন । ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন । জানালেন ধন্যবাদ । শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্তরা ।
সকাল থেকেই ভিড় জমছিল মন্নতের সামনে । দেশের নানা প্রান্ত থেকে শাহরুখ ভক্তরা ভিড় করছিলেন । কারও হাতে শাহরুখ খানের বড় বড় পোস্টার, কাটআউট আবার কারও হাতে ছিল মিষ্টির বাক্স । রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে । রাত ১২টার পরই শুরু হয় সেলিব্রেশন । যার জন্য এত অপেক্ষা, এত আয়োজন, অবশেষে তিনিও এলেন । এবারও ভক্তদের নিরাশ করলেন না কিং খান । শাহরুখকে দেখা গেল কালো টি শার্ট ও ট্রাউজারে । মাথায় ছিল কালো টুপি । 'মন্নত'-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ । আর তারপরেই শাহরুখের সেই বিখ্যাত সিগনেচার পোজ,আবারও মন কাড়লেন ভক্তদের ।