রবিবার সন্ধে । মন্নতের (Mannat) বাইরে তখন থিকথিকে ভিড় । মন্নতের রেলিং বেয়ে শাহরুখ (Shah Rukh Khan) উপরে উঠতেই চারিদিকে চিৎকার । কালো জিনস আর শার্টে আরও একবার তরুণীদের হৃদয় কম্পন বাড়িয়ে দিলেন কিং খান । অনুরাগীদের উদ্দেশে ছুঁড়ে দিলেন চুমু । আর হাত জোড় করে জানালেন ধন্যবাদ । 'পাঠান' (Pathaan) মুক্তির পর এটাই কিং খানের প্রথম জনসমক্ষে আসা । আর এই বিশেষ মুহূর্ত মুঠোফোনে ক্যামেরাবন্দী করে রাখতে ভুললেন না শয়ে শয়ে অনুরাগী ।
শাহরুখ নিজেই মন্নতের ওই ভিডিও পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে । ক্যাপশনে লিখেছেন, "পাঠান কে ঘর মেহমান নাওয়াজি ।" সেইসঙ্গে এত ভাল রবিবার উপহার দেওয়ার জন্য ধন্যাবাদ জানিয়েছেন শাহরুখ খান । কিং খানের এই 'মেহমান নওয়াজি'-র ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
আরও পড়ুন, ‘Pathaan’: নয়া নজির, রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে শাহরুখ খানের ছবি 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিং
বিশ্বজুড়ে এখন শুধু 'পাঠান' শাহরুখের ক্রেজ । সিনেমা মুক্তির পাঁচ দিনের মধ্যেই ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে । ভোর সাড়ে ৬টা হোক কিংবা সন্ধে ৭টা...সব শো প্রায় হাউসফুল । অনুরাগীদের ভালবাসায় একের পর এক রেকর্ড ভেঙে ফেলছে 'পাঠান' ।