উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। বিশেষ পুজো ও সেঙ্গোল স্থাপনা করে ঘড়ি ধরে, নির্দিষ্ট তিথি ও সময় মেনে শুরু হয় অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। উন্মাদনা কয়েকগুণ বেড়ে গিয়েছে যখন শাহরুখ খানের কণ্ঠে বেজে উঠল নতুন সংসদ ভবনের কাহিনি। নেপথ্যে বাজছে ‘স্বদেশ’ এর সুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধেই নাকি গলা দিয়েছেন শাহরুখ। অন্য একটি ভয়েস ওভারে শোনা গিয়েছে অক্ষয় কুমারের কণ্ঠ।
New Parliament House : নতুন সংসদ ভবনে স্থাপিত স্বর্ণদন্ড 'সেঙ্গোল', সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর
দুই তারকা শনিবার নতুন সংসদ ভবনের এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রীও। এদিন, সকাল সাড়ে ৭টায় ট্র্যাডিশনাল পোশাকে সংসদ চত্বরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁকে স্বাগত জানান, লোকসভার স্পিকার ওম বিড়লা । পূজাপাঠের মাধ্যমে শুরু হয় সংসদ ভবন উদ্বোধনের মূল অনুষ্ঠান । এরপর সেঙ্গোল প্রতিষ্ঠা । তারপর সর্বধর্ম প্রার্থনা । যে সব শ্রমিক এই সংসদ ভবন তৈরি করেছেন, তাঁদের সংবর্ধনাও দেন প্রধানমন্ত্রী ।
দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান হবে। এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ২টি শর্ট ফিল্মও দেখানেো হবে। এরপর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করে শোনাবেন রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভার স্পিকারও বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
অনুষ্ঠানের মাঝেই এদিন, ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।