শাহরুখ ডায়লগ বলছেন । কিন্তু, পরিচালকের একেবারেই পছন্দ হচ্ছে না । বারবার 'কাট' । বলিউডের কিং খানের একটা ডায়লগ বলতে একশো বার টেক দিতে হচ্ছে ! এও কি হয় । বাদশা গেলেন চটে । বাপ তুলে কথা বললেন শাহরুখ । কিন্তু, পরিচালকের মুখে একগাল হাসি । ব্যাপারখানা কী ? আসলে শুটে তাঁরা যতই পরিচালক ও অভিনেতা হন না কেন, আসলে তো বাপ-বেটা । হ্যাঁ ঠিকই ধরেছেন । ক্যামেরার ওপারে বসে আরিয়ান খানই ।
পরিচালক হিসেবে বলিউডে ডেবিউ করছেন শাহরুখ পুত্র আরিয়ান । নেটফ্লিক্সে আসছে আরিয়ানের শো 'The Ba…ds of Bollywood'। সিরিজের প্রোমো শেয়ার করেছে নেটফ্লিক্স । সেখানেই দেখা গেল, শাহরুখের ডায়লগ বলার মাঝে বারবার কাট বলছেন পরিচালক । তারপর রেগে গিয়ে শাহরুখ বলেন, "তেরে বাপকা আওয়াজ হ্যায় কেয়া?" তখনই দেখা যায়, ক্যামেরার ওপার থেকে মুচকি হেসে আরিয়ান উত্তর দিচ্ছেন হ্যাঁ । তারপরই ডায়লগটা গরগর করে কিং খানের ভঙ্গিতে বলে ফেললেন শাহরুখ । আর সবাই হাততালি দিয়ে উঠল । তবে,শেষে আরিয়ানকে বলতে শোনা যায়, আরিয়ান খান বলেন, "পাপা, ক্যামেরা রোল নেহি হুয়া! এক অউর মিলেগা।" ভিডিওটা দেখে হাসি চাপতে পারেনি অনেকেই ।
সম্প্রতি, ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে দেখা গিয়েছে শাহরুখ খানকে । সেখানেই আরিয়ানের খানের শো-এর ঘোষণা করতে দেখা গেল শাহরুখকে । কালো পোশাকে এদিন নজর কেড়েছেন কিং খান । ফুরফুরে মেজাজে আরিয়ানের স্ট্রাগলের কথা বললেন শাহরুখ । একইভাবে ছেলে-মেয়ের জন্য ভালবাসা প্রার্থনা করলেন দর্শকদের কাছে । শাহরুখ বলেন, "এতগুলো বছর ধরে মানুষ যে পরিমাণ ভালবাসা দিয়েছে আমাকে, তার ৫০ শতাংশ ভালবাসাও আমার ছেলে-মেয়েকে যদি দিতে পারেন, তাহলে উপকৃত হব ।"
ইভেন্টে মজা করতেও দেখা গিয়েছে শাহরুখকে । কখনও বললেন, 'গৌরি ও আরিয়ানের কাছে আমি ঘরের মুরগি, রাতভর আমাকে দিয়ে শুটিং করিয়েছে ।' আবার কখনও তাঁকে বলতে শোনা গেল,'অন্য সবাই কাজ করে, আমি নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা আমার… আই অ্যাম ব্লাডি স্টার।'
উল্লেখ্য, গত বছরই আরিয়ান খানের সিরিজের ঘোষণা করেছিল নেটফ্লিক্স । জানা গিয়েছে, এই সিরিজে সলমন, শাহরুখ, ববি দেওল, রণবীর কাপুরের ক্যামিও দেখা যাবে । সিরিজের শুটিং শেষ বলেই জানা গিয়েছে । এখন পরিচালক আরিয়ানের কাজ দেখার জন্য অপেক্ষায় সিনেপ্রেমীরা ।