নব্বই দশকের শেষ থেকে শূন্য দশকের মাঝামাঝি পর্যন্ত মেইনস্ট্রিম বলিউড এবং টলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন শান্তনু মুখোপাধ্যায়।
আসমুদ্রহিমাচল যাঁকে চেনে 'শান' নামে। তাঁর সঙ্গে শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের একের পর এক গান আজও কানে লেগে রয়েছে সংগীতপ্রেমীদের। এবার, তাঁর পুত্রের কণ্ঠস্বরেও বাবারই 'ছায়া' খুঁজে পেলেন অনুরাগীরা।
শান পুত্র মাহির সঙ্গে তাঁর যুগলবন্দী শুনে কার্যত হতবাক নেটবাসী। কেউ কেউ বলছেন ‘বাপ কা বেটা’। কিশোর কুমারের ‘সত্তে পে সত্তা’ ছবির জনপ্রিয় গানে ‘দিলবর মেরে’র যুগলবন্দী গাইলেন শান এবং জুনিয়র। মুখের মিল তো আছেই, কন্ঠেও যেন বাবার দরদ ঢালা।