'বিচ্ছেদ','ডিভোর্স'... চারপাশে কান পাতলেই শুধু হৃদয়ভাঙার খবর । আজকাল পৃথিবী থেকে কি ভালবাসা হারিয়ে যাচ্ছে ? না, সেকথা বলা যায় না । ভালবাসা আছে, প্রেম আছে । তাইতো সে জীবনে ফিরে আসে বারবার । আবারও শুরু হয় নতুন একটি সম্পর্কের । ঠিক যেমনটা শুরু হল দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার । চারিদিকে যখন বিচ্ছেদের সুর, ঠিক সেইসময় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নাগা । সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের তিন বছর পর চর্চিতা প্রেমিকা শোভিতা-র হাতে হাত রেখে তাঁদের ভালবাসাকে নতুন নাম দিলেন । এতদিন প্রেমটা গোপনেও চললেও, এখন তাঁরা অফিশিয়ালি এনগেজড । ৮ অগাস্ট ধূমধাম করে বাগদান সেরেছেন দুই দক্ষিণী তারকা । তবে, জানেন কি, শোভিতাই নাকি সামান্থা ও নাগা-র বিচ্ছেদের কারণ ছিলেন । বিভিন্ন সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে । বেশ কয়েকটি সাক্ষাৎকারে নাগা নিজেও স্বীকার করেছিলেন, তিনি সামান্থা-কে ঠকিয়েছেন ।
চার বছর বিবাহিত জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য । বিভিন্ন সূত্রে দাবি, সেইসময় নাগা-র জীবনে এন্ট্রি হয়ে গিয়েছিল শোভিতা-র । দু'জনের বিচ্ছেদের কারণ হিসেবে বারবার উঠে আসছিল তৃতীয় ব্যক্তি শোভিতার নাম । সেইসময় থেকেই শোভিতার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে । এতদিন পর্যন্ত গোপনেই রেখেছিলেন তাঁদের সম্পর্কটা । তবে, নেটিজেনদের চোখ যে সর্বত্র । তাই তো তাঁদের সিক্রেট রোম্যান্সও নজর এড়ায়নি । বেশ কিছু ভাইরাল হওয়া ছবিই বলে দিয়েছিল, তাঁরা সম্পর্কে আছেন । চলুন সেই ছবির টাইমলাইনে ফিরে নেওয়া যাক...
কয়েক বছর আগে লন্ডনের রেস্তরাঁর এক শেফ নাগার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন । সেই ছবিতে পিছনের একটি টেবিলে বসে থাকতে দেখা গিয়েছিল শোভিতাকে । যদিও পরে সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি ।
লন্ডনেই একসঙ্গে ঘুরতেও দেখা গিয়েছে তারকা জুটিকে । ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ে দু'জনের ছবি । ব্ল্যাক জ্যাকেটে টুইনিং করেছিলেন দু'জনে । অধিকাংশের দাবি, দুই তারকা তখন থেকেই সম্পর্কে ছিলেন। এতো গেল ২০২২-এর কথা ।
২০২৩, ৪ সেপ্টেম্বর । শোভিতা ম্যাথিউ-র গ্রিনলাইট বইটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, 'প্রিয়' । একই বইয়ের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন নাগাও । একাংশের দাবি, বইটি হয়তো নাগা-ই উপহার হিসেবে দিয়েছিলেন শোভিতা-কে ।
২০২৪, এপ্রিল মাস । নাগা এবং শোভিতা দু’জনেই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন । জঙ্গল সাফারিতে গিয়েছিলেন দু'জনে । যদিও, নিজেদের একসঙ্গে ছবি শেয়ার করেননি কেউ । তবে, দু'জনের পোস্ট করা ছবির ব্যাকগ্রাউন্ড দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা ।
নাগা-র অনেক আগের থেকে তাঁর বাবা তথা সুপারস্টার নাগার্জুনের সঙ্গে শোভিতার পরিচয় ছিল । শোভিতার কাজ খুব পছন্দ করেন নাগার্জুন । ছেলের সঙ্গে শোভিতার বাগদানের পর নাগার্জুনই প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সুখবর । তবে, একটি সংবাদমাধ্যমকে নাগার্জুন জানিয়েছেন, বাগদান-টা একটু তাড়াহুড়ো-র মধ্যেই করতে হয়েছে । তার কারণও স্পষ্ট করেছেন তিনি ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাগার্জুন জানিয়েছেন, শোভিতা এবং নাগা দারুণ জুটি । ওরা একে অপরকে খুব ভালোবাসে। বাগদানের তাড়াতাড়ি করার কারণ হিসেবে তিনি বলেন,' ৮ অগাস্ট দিনটা খুবই শুভ ছিল । তাই ওই দিনটিকে বেছে নিয়েছি ।' বাগদান সারা, বিয়ে কি সামনেই ? নাগার্জুন জানিয়েছেন, এখনই বিয়ের পরিকল্পনা নেই ।
এদিকে, ৮ অগাস্ট তারিখটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । কানাঘুষো খবর, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুকেও নাকি কয়েক বছর আগে একই তারিখে প্রেম নিবেদন করেছিলেন নাগা । যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা । যদিও, সেসব দিকে কান দিতে নারাজ নাগা চৈতন্য ও শোভিতা । এখন তাঁরা নতুন জীবনের, নতুন সংসারের স্বপ্ন দেখছেন । এডিটরজি বাংলার তরফে আগামীর জন্য তারকা জুটিকে শুভেচ্ছা ।