নেটমাধ্যমে পোস্ট করলেই একের পর এক অশালীন মন্তব্য, কটাক্ষ । এক নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই ক্রমাগত মন্তব্য আসছিল । এতদিন চুপ ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তিনি । ব্যক্তির অ্যাকাউন্টের নাম উল্লেখ করে ইনস্টা স্টোরিতে সায়ন্তিকা (Sayantika Banerjee) লেখেন, তাঁকে এত গুরুত্ব দিতে চাননি তিনি । কিন্তু, এখন বিষয়টা সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে । মহিলাদের সম্মান করা উচিৎ ওই ব্যক্তির ।
অভিযুক্ত ব্যক্তির নাম শিলাদিত্য । সায়ন্তিকার অভিযোগ, তাঁর একের পর এক পোস্টে অশালীন মন্তব্য করেছেন ওই ব্যক্তি । সবাইকে তাঁর আগের পোস্টের ওই ব্যক্তির মন্তব্য পড়ে দেখতে বলেন সায়ন্তিকা । সেইসঙ্গে তিনি লেখেন, "আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ । পাশাপাশি, নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে । মহিলাদের এমন অসম্মান কোনও ভাবেই সহ্য করা যায় না ।... আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন । কিন্তু আর নয় । এটাই ঠিক সময় যখন আপনার চুপ করা উচিত।" সায়ন্তিকা জানিয়েছেন, তিনি হয়তো এই পোস্টটা পরে ডিলিট করে দেবেন, কিন্তু, বিষয়টা সবার জানা উচিৎ ।
আরও পড়ুন, Tota-Srijit : সৃজিত মুখোপাধ্যায় উন্মাদ ! বললেন টোটা, পোস্ট শেয়ার করে কী বললেন পরিচালক ?
সায়ন্তিকার পোস্র কমেন্টে তাঁর পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা । অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন ।