শীতের সন্ধে নেমেছে শহরজুড়ে । ভালবাসা, প্রেমে যেন মাখামাখি কলকাতার আনাচ-কানাচ । সেই শহরেই আরও একটু প্রেম ছড়িয়ে দিয়ে গেলেন সৌরভ-দর্শনা । বিয়ের পর বউকে নিয়ে রাজকীয়ভাবে বাড়ি ফিরলেন সৌরভ । ঠিক যেন রূপকথার মতো । আর তাঁদের রূপকথার গল্পে সাক্ষ্মী থাকল মহানগর ।
তখন সন্ধে নেমেছে শহরে । সেইসময় মহানগরের রাজপথে ছুটে চলেছে একটি রোলস রয়েস । ফুল দিয়ে সাজানো । গাড়িতে বসে রয়েছেন নব বিবাহিত দম্পতি । দেখা গেল, সৌরভের কাঁধে মাথা রেখেছেন দর্শনা । বউয়ের হাত শক্ত করে ধরে সৌরভ । দেখে মনে হবে, যেন রূপকথার দেশের রাজা-রাণী । শ্বশুরবাড়িতেও ধূমধাম করে নতুন বউকে স্বাগত জানানো হয় । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের ভিডিও । উল্লেখ্য, ১৫ ডিসেম্বর, শুক্রবার গাঁটছড়া বেঁধেছেন সৌরভ-দর্শনা । শনিবারই, বউকে নিয়ে বাড়ি ফিরেছেন মন্টু পাইলট । আজ তাঁদের বউভাতের অনুষ্ঠান ।