হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের। ময়নতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সতীশেরও উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগ ছিল। অভিনেতার হৃদযন্ত্রে গোলযোগ ছিল। যে কারণে তাঁর ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না। ফলে তাঁর স্নায়ুতে ব্লকেজ হয়। সেখান থেকেই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে 'কার্ডিয়াক অ্যারেস্ট'।
বলিউড অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর পর থেকেই রহস্য ঘনিয়েছিল। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছিলেন দিল্লির এক ব্যবসায়ীর পত্নী। ইতিমধ্যে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে ওই মহিলার নাম সানভি মালু। তিনি সম্পর্কে বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। এই বিকাশের ফার্ম হাউজেই হোলির দিন ছিলেন সতীশ কৌশিক। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন - 'জীবনের উদযাপন'! হার্ট অ্যাটাকের পর ফের র্যাম্প মাতালেন সুস্মিতা
ইতিমধ্যেই পুলিশ ওই খামার বাড়িতে তল্লাশি চালিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে খামারবাড়ির চৌহদ্দির সিসিটিভি ফুটেজ। মোট ৭ ঘণ্টার ফুটেজ দেখা হচ্ছে। জানা গিয়েছে, খামারবাড়ি চত্বর থেকে বেশ কিছু ওষুধের পাতা খুঁজে পাওয়া গিয়েছে। তবে, সেসব নিষিদ্ধ ওষুধ নয় বলেই জানা গিয়েছে।