তাঁরা নাকি দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটছেন। বলছি সারা তেন্ডুলকর এবং শুভমন গিলের কথা। শেষ ক'দিন শুভমন ছিলেন বেঙ্গালুরুতে, দেখা হয়নি। টিম ইন্ডিয়া মুম্বই ফিরতেই আর তর সইল না, মাঝরাতেই দেখা হল দুজনের।
টিম ইন্ডিয়া সবে মুম্বই ফিরেছে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন তাঁরা। তার আগে মঙ্গলবার মাঝরাতেই দেখা হল দুজনের। শোনা যাচ্ছে বিএমডব্লিউ চেপেই টিম ইন্ডিয়ার হোটেলে পৌঁছে গিয়েছিলেন সারা। আগে কেউ জানতেনই না।
Bhaifota Market: ভাইফোঁটায় বাজার আগুন, মাছের দাম আকাশছোঁয়া
শুভমনের সঙ্গে দেখা করেই সারা নাকি চলে গিয়েছিলেন সঞ্জয় লীলা বনসালির অফিসে। বলিপাড়ায় জল্পনা, খুব শিগগির বলিউডে পা রাখবেন সচিন কন্যা।