অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। সিনেমা ছাড়াও কখনও ওয়ার্কআউট কখনও শ্যুট সব কিছুর মুহূর্তই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার তাঁকে ঠাকুমা শর্মিলা ঠাকুরের জনপ্রিয় গান 'ঢাল গায়া দিন' রিক্রিয়েট করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই সারার ভক্তকূলের বেশ মনে ধরেছে।
সারা আলি খান ইনস্টাগ্রামে তাঁর ভিডিয়োটি শেয়ার করেছেন। যেখানে তাঁকে শাড়ি পরে রেট্রো লুকে ব্যাডমিন্টন খেলতে দেখা গিয়েছে। শুধু তাই নয় ঠাকুমা শর্মিলা ঠাকুরের অভিনীত ছবির গান 'ঢাল গায়া দিন' গানটিও তাঁকে গাইতে শোনা গিয়েছে। এই ভিডিয়োতে সারার হেয়ারস্টাইলেও ছিল অভিনবত্বের ছোঁয়া। কারণ তাঁর চুলের স্টাইলও ছিল মূল গানে শর্মিলা ঠাকুরের মতোই। যে ভিডিয়ো ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।
আরও পড়ুন - কেরিয়ার পাল্টাচ্ছেন করিনা, টাব্বু, কৃতি! ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
সইফ আলি খান ও অমৃতা সিং-এর প্রথম সন্তান সারা আলি খান। কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন। প্রথম ছবি থেকেই অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন সারা।