Sukesh Chandrasekhar: সারা-জাহ্নবী-ভূমি একের পর এক বলিউড অভিনেত্রী হয়েছেন সুকেশের নিশানা

Updated : Feb 24, 2022 10:08
|
Editorji News Desk

সুকেশ চন্দ্রশেখরকাণ্ডে উঠে আসছে একের পর এক বলিউড অভিনেত্রীর নাম। 

এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি)-র তরফে জানানো হয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ় ও নোরা ফাতেহি ছাড়াও আরও তিন বলিউউ অভিনেত্রীকে নিশানা করেছিল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।  তাঁরা হলেন সারা আলি খান, জাহ্নবী কাপুর ও ভূমি পেডনেকর।

সুরাজ রেড্ডি পরিচয়ে অনেকবারই সারাকে (Sara Ali Khan) মেসেজ করেছে সুকেশ। তাঁকে দামী উপহার দেওয়ার কথাও বলেছে। সারাকে ইডি জিজ্ঞাসাবাদের সময় উপহারের কথাও জিজ্ঞেস করে। ২০২২ সালে চিঠিতে লিখিতভাবে সারা জানিয়েছেন, সুকেশের উপহারগুলি নিতে তিনি মানা করেছেন। তিনি এটাও জানিয়েছেন, সুরাজ ওরফে সুকেশ তাঁকে এক বাক্স চকোলেট পাঠিয়েছিল। তাঁকে ফ্র্যাঙ্কমুলারের ঘড়িও পাঠিয়েছিল সে। সেই ঘড়ির কয়েক লাখ টাকা দাম।

সুকেশের স্ত্রী লীনা মারিয়া পাল টার্গেট করেছিল জাহ্নবী কাপুরকে (Jahnvi Kapoor)। জাহ্নবীকে ১৮ লাখ টাকার উপহার দিতে চেয়েছিল সুকেশ। ২০২১ সালের ১৯ জুলাই জাহ্নবীকে একটি সালোঁ উদ্বোধনের জন্য ডাকে লীনা। সুকেশ-লীনা সম্পর্কে না জেনেই জাহ্নবী সেই সালোঁ উদ্বোধনে গিয়েছিলেন। ১৮ লাখ টাকার পারিশ্রমিক পেয়েছিলেন। দামী ব্র্যান্ডের একটি ব্যাগও পেয়েছিলেন উপহার হিসেবে। ইডির কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় খুঁটিনাটি জমা দিয়েছেন জাহ্নবী।

সুকেশের সহকারী পিঙ্কি ইরানির নিশানা ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। নিজেকে ভূমির অনুরাগী হিসেবে পরিচয় দিয়েছিল পিঙ্কি। একটি প্রজেক্টের জন্য তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিল সে। সে একটি গাড়িও উপহার দিতে চেয়েছিল ভূমিকে। সে কথা অভিনেত্রী জানিয়েছেন ইডিকে। তিনি যে কোনও উপহারই গ্রহণ করেননি, সে কথাও ইডিকে জানিয়েছেন ভূমি।

Sara Ali KhanBhumi PednekarJahnvi kapoorSukesh Chandrashekhar

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ