ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক (Santoor) পণ্ডিত শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হন শিবকুমার শর্মা। শিল্পীর বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তার পর চলে আসেন মুম্বইয়ে। বাবা উমা দত্তশর্মার পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সন্তুরকে জনপ্রিয় করে তোলার পেছনে প্রয়াত শিল্পীর অবদান অনস্বীকার্য। গত শতকের আটের দশকে হরিপ্রসাদ চৌরাসিয়ার (Hariprasad Chaurasia) সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। পরিচিত ছিলেন শিব-হরি জুটি হিসেবে। ‘সিলসিলা’ (Silsila) ছবির সঙ্গীত পরিচালনা দিয়েই বলিউডে শিব-হরির পথচলা শুরু। লমহে এবং চাঁদনির মতো ছবিতে সঙ্গীত দিয়েছিলেন শিব-হরি জুটি।
সঙ্গীত নাটক অ্যাকাডেমি-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে পান পদ্মবিভূষণ (Padmabibhushan)। এ ছাড়াও আমেরিকার সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাঁকে।
শিবকুমার শর্মার পথ অনুসরণ করেছেন তাঁর পুত্র রাহুল শর্মাও। সন্তুরবাদক হিসেবে সংগীত জগতে ইতিমধ্যেই নজর কেড়েছেন রাহুল। শিবকুমারের প্রয়াণে শোকস্তবব্ধ সংগীতমহল।