চলতি বছরের মার্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। তারপর কেটে গিয়েছে প্রায় সাত মাস। এবারের পুজোয় প্রথম বাবাকে ছাড়াই কাটানো। স্বামীকে ছাড়া প্রথম পুজো সংযুক্তারও। তবুও প্রতি মুহূর্তেই তাঁর উপস্থিতি অনুভব করেন তিনি। এর মাঝেই কেরালায় নিজেদের মতো করে ছুটি কাটাতে গিয়েছিলেন মা-মেয়ে। সেখানে বেশ কিছু ছবি পোস্ট করেন সংযুক্তা। সেখানেই একজন কমেন্ট করে দ্বিতীয়বার বিয়ের প্রসঙ্গ তোলেন। সংযুক্তা সেখানেই পাল্টা প্রতিবাদ করে জানান, “এমন কথা আর আপনি কখনও বলবেন না। অভি সারাক্ষণ আমাদের সঙ্গে আছে।”
জানা গিয়েছে, অভিনেতার অকাল প্রয়াণের পর থেকেই ভেঙে পড়েছেন তাঁর মেয়ে ও স্ত্রী। কলকাতায় থাকার ফলে অভিষেকের মৃত্যুর স্মৃতি তাঁদের মানসিক যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তাই দুঃখ ভুলে পরিস্থিতি কিছুটা সামলে নিতেই মেয়েকে নিয়ে কেরালায় যান সংযুক্তা। তবে তাঁদের জীবন যে কার্যত থমকে গিয়েছে, তা বারে বারেই সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিয়েছেন অভিষেক-পত্নী।
আরও পড়ুন- Navya Naveli Tapatini: বিগ বি-র নাতনির এখন হট ফেভারিট টাপা-টিনি গান, ভাইরাল হল ভিডিও