৭ ডিসেম্বর বৈদিক মতে গাঁটছড়া বেঁধেছেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায় । দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর । অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন টলি সেলেবরা । ফুসিয়া পিঙ্ক রঙের বেনারসি, গা ভর্তি সাবেকি গয়না, হালকা মেক-আপে অপরূপা লাগছিল পর্দার 'দুর্গা'-কে । তবে তার মধ্যেও সবথেকে বেশি নজর কেড়েছে সন্দীপ্তার বিয়ের জুতো । কোনও হিল বা পার্টি ওয়্যার স্যান্ডেল নয়, বরং নিজের বিয়েতে বেনারসির সঙ্গে স্নিকার্স পরে ঘুরতে দেখা গেল কনেকে । ইতিমধ্যেই সেসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার ফ্যান অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হেয়েছে । যেখানে বরের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন সন্দীপ্তা । আর ওি ছবিতেই নজরে পড়ল সন্দীপ্তার পায়ে সাদা এবং গোল্ডেন রঙের স্নিকার্স । জানা গিয়েছে, বেশিক্ষণ হিল পড়ে থাকতে কষ্ট হচ্ছিল । তাই, বিয়ে শেষ হতেই স্নিকার্স পরে নিয়েছেন সন্দীপ্তা ।