বাংলা টেলিভিশনের জনপ্রিয় নাম সন্দীপ্তা সেন, এখন পরপর বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে সন্দীপ্তাকে। এত ব্যস্ততার মধ্যে প্রেমটাও করছেন চুটিয়ে, এরই মধ্যে বিয়েটাও সারতে পারেন অভিনেত্রী? সেরকমই জল্পনা টলিপাড়ায়। অভিনেত্রী নিজে কী বললেন?
Srijit Mukherji-Dev: সৃজিতের ছবিতে সিরাজের চরিত্রে দেব? ধোঁয়াশা কাটালেন অভিনেতা নিজেই
সন্দীপ্তার মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। ফিল্ম ইন্ডাস্ট্রিরই মানুষ, তবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। সৌম্য একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং হেড। সৌম্যর সঙ্গে ঘুরতে যাচ্ছেন, প্রেম করছেন সন্দীপ্তা। দর্শকমহলে জোর জল্পনা, অভিনেত্রী নাকি বিয়েও করছেন শিগগির। যদিও সন্দীপ্তা বলছেন, ব্যস্ততার মধ্যে বিয়ের প্ল্যান নেই, তাছাড়া বিয়ে তো বটেই, আগে এনগেজমেন্ট সারলেও কারোর থেকেই লুকোতে চান না ছোটপর্দার 'দুর্গা'।