ব্যাকগ্রাউন্ডে বাজছে এই নয়ের দশকের লভ এন্থেম। তুঝে দেখা তো ইয়ে
এ যেন রূপকথার মালাবদল। কনের পরনে গাঢ় গোলাপি বেনারসি। বর পরেছেন ঘিয়ে রঙের শেরওয়ানি। মাল্যদানের পর উষ্ণ আলিঙ্গন বদ্ধ সৌম্য সন্দীপ্তা। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য।
আজকের টক অফ দ্য টাউনে, সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়ের হেমন্তের সন্ধেয় চারহাত এক হল ।
বৈদিক মতে বিয়ে হল সৌম্য-সন্দীপ্তার। পৌরহিত্য করলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর সঙ্গীরা।
দিন কয়েক আগেই ঘটা করে বাগদান সেরেছিলেন দুজন। বিয়ের তারিখও প্রকাশ্যে এনেছিলেন কনে সন্দীপ্তা।