ভোট যুদ্ধের উত্তাপ বেশ চড়া। তার মধ্যেই টলিউডের হাওয়া গরম করতে ১০ মে মাসে রিলিজ করছে ফেলুদার নতুন ছবি। সন্দীপ রায়ের ছবি 'নয়ন রহস্য'-এর ফার্স্টলুক সামনে এল।
সত্যজিৎ রায়ের কালজয়ী ফেলুদা-গল্প ‘নয়ন রহস্য’ নিয়ে ছবি করেছেন সন্দীপ। রিলিজের সম্ভাব্য তারিখ ১০ই মে। অর্থাৎ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের একদম মাঝপর্যায়ে।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এর আগে ২০২২ সালে সন্দীপ রায় তৈরি করেছিলেন ‘হত্যাপুরী’। সেই ছবিতেই নতুন ফেলুদা হিসাবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীো। তোপসের চরিত্রে ছিলেন আয়ুষ দাস, লালমোহনবাবুর ভূমিকায় অভিজিৎ রায়। নতুন ছবিতেও থাকছেন তাঁরা।
খুব শিগগির মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদার ওয়েব সিরিজ 'ভূস্বর্গ ভয়ঙ্কর'। সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী।