করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলো তে স্থানান্তরিত করা হল প্রবীণ সংগীত শিল্পীকে।
উডবার্ন ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, " সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।’’
বুধবার বিকেল থেকেই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
'সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোনও ক্ষতি হলে বাংলার মানুষ দিল্লিকেই দায়ী করবে', জানালেন মদন মিত্র
দু'দিন আগেই কেন্দ্রের প্রস্তাবিত পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তি সংগীত শিল্পী।