'কালবেলা'-তে (Kalbela) বিদায় 'কালপুরুষ'-এর । যে হাত একসময় অনিমেষ-মাধবীলতার গল্প বুনেছে, তৈরি করেছে 'সাতকাহন', সেই হাত আর কলম ধরবে না । আর কোনও 'বুনোহাঁস' তৈরি হবে না । তাদের স্রষ্টা যে এখন না ফেরার দেশে । চিরঘুমে শায়িত সমরেশ মজুমদার (Samaresh Mazumder)। তিনি নেই, শুধু রয়ে গিয়েছে তাঁর কিছু কালজয়ী সৃষ্টি । বইয়ের মলাটে, আর চলচ্চিত্রে । তিনি সিনেমা তৈরি করেননি । তবে, তাঁর লেখা উপন্যাস, গল্প নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক সিনেমা তৈরি করেছেন, সিরিয়াল তৈরি করেছেন । সাহিত্য জগত তো আছেই,আজ চলচ্চিত্র জগতও হারিয়ে ফেলেছেন তাদের স্রষ্টাকে । এই মন খারাপের দিনে, চলচ্চিত্র জগত ও সমরেশ মজুমদারকে একবার স্মরণ করা যাক...
সমরেশ মজুমদারের লেখনী সিনেমাজগতে...
সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস 'কালবেলা' (Kalbela) অবলম্বনে সিনেমা তৈরি করেছিলেন গৌতম ঘোষ । ২০০৯ সালে তৈরি সিনেমায় অভিনয় করেছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, সন্তু মুখোপাধ্যায়, সুনীল মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় । তবে, সিনেমার শেষ নিয়ে ক্ষুণ্ণ ছিলেন সমরেশ মজুমদার । তিনি বলেছিলেন, গৌতম ঘোষ শেষটা করেছিলেন নিজের মতো করে । যা একেবারেই পছন্দ হয়নি ঔপ্যনাসিকের ।
অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনা । মুখ্য ভূমিকায় ছিলেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী । অমল চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev) । আন্ডারওয়ার্ল্ড কাহিনীর উপর নির্মিত সিনেমা । ২০১৪ সালের ১৫ই অগস্ট মুক্তি পেয়েছিল 'বুনোহাঁস' (Bunohansh) ।
এছাড়া, তাঁর সৃষ্ট গোয়েন্দা অর্জুনকে নিয়েও সিনেমা হয়েছে । 'জালবন্দী' নিয়েও তৈরি হয় সিনেমা ।
আরও পড়ুন, Samaresh Majumdar Passes Away : কালের গহ্বরে 'কালবেলা', প্রয়াত সমরেশ মজুমদার
সমরেশ মজুমদার সিরিয়ালে
প্রথম জনপ্রিয় সাহিত্যকেন্দ্রিক সিরিয়াল বলতে যার নাম আসে সেটি হল সমরেশ মজুমদারের লেখা 'তেরো পার্বণ'(Tero Parbon)। 'গৌরব' বা 'গোরা'-র চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী । ৮০-এর দশকে সাড়া ফেলে দিয়েছিল এই ধারাবাহিক ।
জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ (Satkahon) নিয়ে তৈরি হয়েছে সিরিয়াল । সাতকাহন’-এর প্রধান চরিত্র দীপাবলী। আর তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্পটি । মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, সৌমী চট্টোপাধ্যায় । অন্যান্য চরিত্রে ছিলেন বোধিসত্ত্ব মজুমদার, লোপামুদ্রা সিনহা, তুলিকা বসুরা ।