প্রাক্তনের স্মৃতি, মন থেকে মুছে ফেলা খুব শক্ত। বুকে পাথর চেপে সে যদি সম্ভব হয়েও যায়, শরীরে তার দাগ মুছবেন কীভাবে? দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথের পরামর্শ, কেউ আর ট্যাটু না করালেই সবচেয়ে ভাল। অভিনেত্রীর সারা দেহে তিন তিন খানা ট্যাট্যু। তিনটের সঙ্গে জুড়ে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের স্মৃতি।
অভিনয় করতে গিয়ে প্রেম, দীর্ঘ দিনের লিভ-ইন সম্পর্ক, তারপর ২০১৭য় বিয়ে। সামান্থা-নাগার প্রেম কাহিনী ছিল রূপকথার মতো। কিন্তু রূপকথাতেও চিড় ধরে। মতের অমিল হল, ২০২১ এর অক্টোবরে আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য।
ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' পর্বে জনৈক ভক্ত নাকি সামান্থা রুথকে জিজ্ঞেস করেন,'এর পর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন?'
এতেই প্রায় চমকে ওঠেন ' দ্য ফ্যামিলি ম্যান'-এর অভিনেত্রী। লেখেন, 'ওরে বাবা! ট্যাটু? জীবনে এই ভুল আর নয়। যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম।' এই উত্তরের প্রতিক্রিয়ায় দুঃখ বোধ করেন অনেকেই, বুঝতে পারেন অভিনেত্রীর মানসিক যন্ত্রণার কথা।
সামান্থার শরীরে প্রাক্তন স্বামীর স্মৃতি জড়ানো একাধিক ট্যাটু। তার মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছেই, যাতে লেখা ' ইয়ে মায়া চেসভ'। যে তেলেগু ছবির সেটেই দুজনের প্রথম দেখা, এবং প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই যে কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা।