নতুন করে আবারও প্রাণনাশের হুককি পেলেন সলমন খান। রকি ভাই পরিচয় দিয়ে সোমবার রাত ন'টা নাগাদ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় নতুন করে মাথায় চিন্তার ভাঁজ মুম্বই পুলিশের। ভাইজানের নিরাপত্তায় কোনওরকম খামতি রাখছে না পুলিশ।
সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে হুমকি কলে আগামী ৩০শে এপ্রিল সলমন খানকে খুন করার কথা বলা হয়েছে।
গত মাসে ই-মেল মারফত সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে। তারপরই- নিসানের একটি বুলেটপ্রুফ এসইউভি কেনেন ভাইজান।