৫ রাত হাসপাতালে কাটিয়ে, দু দু'টো সার্জারির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। পতৌদির নবাবের ওপর হামলার পর ‘সদগুরু শরণ’-এর নিরাপত্তা বেড়েছে অনেক গুণ। তারপরেও সেই বাড়িতে ফিরলেন না সইফ।
৫৪ বছরের অভিনেতার ওপর হামলার ঘটনার ৬ দিন পর মঙ্গলবার দুপুরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বান্দ্রার ‘ফরচুন হাইটস’এ ফিরলেন তিনি। সেই আবাসনে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়েছে। আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শুটিং, জিম একেবারে বাদ।
১৬ জানুয়ারি গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর আহত হন সইফ। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। পরেরদিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় ‘ছোট নবাব’-এর।
মঙ্গলবার দুপুরে সইফকে আনতে হাসপাতালে যান মা শর্মিলা, স্ত্রী করিনা। বান্দ্রার ‘ফরচুন হাইটসে’ তড়িঘড়ি বাড়ানো হয়েছে নিরাপত্তা। সিসিটিভি-তে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মোতায়েন করা হয়েছে ২৪ ঘণ্টার নিরাপত্তারক্ষী।