একদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সফল অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন বলিউড অভিনেতা সইফ আলি খান।
মুম্বইয়ের কোলিকাবেন হাসপাতালে দুই হাঁটু এবং কাঁধের সার্জারি হয়েছে সইফ আলি খানের। শোনা গিয়েছে, দীর্ঘ দিনের চোট ছিল অভিনেতার, সম্প্রতি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ফের ব্যথা পান অভিনেতা, সে কারণেই অস্ত্রোপচার করাতে হল।
David Warner: টুইটারে 'জয় শ্রীরাম' ধ্বনি ওয়ার্নারের, ভগবান রামের ছবি পোস্ট করলেন অজি তারকা
আপাতত, সুস্থ আছেন অভিনেতা। হাসপাতালে অভিনেতার পাশেই ছিলেন স্ত্রী করিণা কাপুর খান।