সদ্যই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। গত ৬ নভেম্বর রণলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। সন্তানকে নিয়ে রণবীরের হাত ধরে বাড়িও ফিরেছেন আলিয়া। বোন বাড়ি ফিরতেই তার সঙ্গে সময় কাটাতে পৌঁছে গিয়েছিলেন আলিয়ার বোন শাহিন ভাট। আলিয়ার সঙ্গে রোদে ভেজা ছবিও তুলে শেয়ার করেছিলেন শাহিন।
ছবিটি শেয়ার করে দুটি মিষ্টি ইমোজি শেয়ার করে শাহিন বুঝিয়ে দিয়েছেন বোনের সঙ্গে দেখা করে তিনি যারপরনাই খুশি। ছবিতে দুই বোনকেই হাসতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায় আলিয়া হলুদ টপ পরেছেন, আর শাহিনকে হলুদ জ্যাকেটে দেখা যাচ্ছে। দুই বোনের হাসি মাখা মুখ দেখে মন্তব্য করেছেন আলিয়ার মা সোনি রাজদান। তিনি লিখেছেন, 'বিউটি প্যাটুটিস।'
আলিয়া ও রণবীরের বাবা-মা হওয়ার পর এখন তাদের মেয়ের নাম জানতে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। জানা যাচ্ছে, আলিয়া ও রণবীর মেয়ের জন্য কিছু নাম শর্টলিস্ট করেছেন তারা। শোনা যাচ্ছে, দাদু ঋষি কাপুরের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রাখতে পারেন তারা।