বামাক্ষ্যাপার পর ‘রামপ্রসাদ’ ধারাবাহিক দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সব্যসাচী চৌধুরী| প্রেমিকা ঐন্দ্রিলা যখন মৃত্যু শয্যায়, তখন জান প্রাণ দিয়ে তাঁর পাশে ছিলেন সব্য |তবুও শেষ রক্ষা হয়নি, চলে গিয়েছেন ঐন্দ্রিলা | নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন সব্যসাচী | মাঝে কিছুদিনের বিরতি নিয়েছিলেন কাজ থেকেও। কিন্ত আবার ফিরেছেন তিনি |
রামপ্রসাদে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন, পায়েল দেকে| মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি | এপ্রিল মাসে ধারাবাহিক শেষ হয়ে যায়| ফের নতুন রূপে পর্দায় ফিরছেন এই জুটি | শোনা যাচ্ছে নতুন একটি ওয়েব সিরিজে এবার দেখা যাবে জুটিকে| জানা গিয়েছে , ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শ্যুটিং |