‘সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো’... প্রায় ১০ দিন হয়ে গেল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আমাদের মধ্যে নেই। আলমারিতে তাঁর সারি সারি পোশাক, প্রসাধনী, সুগন্ধী, জুতো সাজানো, কেবল তিনি নেই। তাঁর ব্যবহৃত সমস্ত জিনিস আঁকড়েই এখন দিন কাটছে অভিনেত্রীর পরিবারের। আর ঐন্দ্রিলার সত্যিকারের ‘জিয়ন কাঠি’ সব্যসাচী (Sabyasachi Chowdhury) অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই কার্যত নিভৃতবাসে।
আরও পড়ুন: অবাঙালি হয়ে টানা এক দশকেরও বেশি সময় বাংলা ছবির সমার্থক জিত, আজ অভিনেতার জন্মদিন
অথচ এই সময় আরও ঝলমল করে থাকার কথা ছিল সব্য ঐন্দ্রিলার। ঐন্দ্রিলার বাবা TV9-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চেই সব্য ঐন্দ্রিলার বিয়ের কথা ছিল। সেই মতোই প্রস্তুতিও শুরু হয়েছিল দুই পরিবারে। কিন্তু চার হাত এক হওয়ার বদলে, মাঝ রাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা।
কথা ছিল খুব শিগগিরই পাকা কথা বলে, শুভ কাজ সেরে ফেলবেন সব্যসাচী ঐন্দ্রিলা। আসলে কথা তো অনেক কিছুই থাকে, কিন্তু কথা রাখা বোধহয় সবসময় মানুষের হাতে থাকে না। গত ২০ নভেম্বর মৃত্যুশয্যাতেই ঐন্দ্রিলাকে শেষবারের মতো দেখেছেন সব্যসাচী।