শুক্রবার হঠাৎ একটি খবর চাউর হয়, অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) । অসুস্থতার জেরে প্রায় একমাস নাকি গৃহবন্দী হয়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী । বাড়িতেই তাঁকে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে। এই খবর, প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। অশীতিপর বর্ষীয়ান অভিনেত্রী কি সত্যিই প্রবল অসুস্থ?
Sabitri Chatterjee : অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্বাসকষ্টে ভুগছেন, নেবুলাইজার নিতে হচ্ছে অভিনেত্রীকে
নিজেই এবার শারীরিক অবস্থার কথা জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের পাওয়া ফোনে, বর্ষীয়ান অভিনেত্রী জানান, কে বলেছে তিনি অসুস্থ? বরং একদম ঠিক আছেন তিনি। এখনও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে কাজ করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়।
এদিকে, দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন নায়িকা মাধবী মুখোপাধ্যায় । জানা গিয়েছিল, মৃণাল সেনের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন । খোলা মাঠে অনুষ্ঠান চলছিল । হুহু করে ঠান্ডা হওয়া বইছিল। ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি । জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি ।