Rupankar Bagchi: ফেসবুকে কবিতা পোস্ট, কেকে বিতর্কে স্বামী রূপঙ্করের পাশেই স্ত্রী চৈতালী

Updated : Jun 04, 2022 11:34
|
Editorji News Desk

স্বামীর হয়ে এবার কলম ধরলেন স্ত্রী। কবিতা লিখলেন গায়ক রূপঙ্করের স্ত্রী চৈতালী লাহিড়ি(Rupankar's wife Chaitali Lahiri)। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিবৃতি পাঠ করে রূপঙ্কর ‘কেকে বিতর্ক’ নিয়ে নিজের মত ব্যাখ্যা করেন। শনিবার সকালে তাঁর স্ত্রী ফেসবুকে কবিতা পোস্ট করলেন।

কবিতায় বাগচী-দম্পতির যন্ত্রণার কথা উঠে এসেছে। নিয়ত কেমন করে সঙ্গীত জীবনের নজিরবিহীন বিভীষিকার সম্মুখীন হচ্ছেন তাঁরা। মারমুখী জনতার আক্রোশ, ঘৃণায় রূপঙ্করের(Rupankar Bagchi) শিশুকন্যা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে—এ সবই উঠে এসেছে। তার চোখে জল। চৈতালী সেখানে মা হিসেবে অসহায়। মেয়েকে বোঝাতে পারছেন না এই ক্ষত সাময়িক।

মানসিক নিপীড়নের মধ্যে দিয়ে যেতে যেতে চৈতালী লিখছেন তাঁর মনের কথা, ‘ধড়ফড়িয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা/দুনিয়াদারিতে নেহাৎ কাঁচা শিল্প যাপনে মগ্ন থাকা।/এমন কথা কি বলতে হয়, তুমি কি সমাজের হোতা?/ কে দিয়েছে মাথার দিব্যি? কেন নড়ল মাথার পোকা?’

আরও পড়ুন- Rupankar Bagchi: কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ রূপঙ্করের, লাইভে তাঁর বক্তব্য বোঝাতে পারেননি, জানালেন শিল্পী

কেকে'কে নিয়ে রূপঙ্করের(Rupankar Bagchi's video on KK) মন্তব্যের পর এই প্রথম ব্যাখ্যা দিলেন তাঁর স্ত্রী। তিনি মানছেন, তাঁর স্বামী ‘বোকা’র মতো কথা বলেছেন। এই বোকামিই রূপঙ্করকে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে শিখিয়েছে। চৈতালী তাঁর লেখার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ফোনে মৃত্যুর হুমকি(Death threat ), অশ্লীল মন্তব্যের মধ্যে দিয়ে একাকার তাঁদের দিন-রাত। তিনি প্রশ্ন তুলেছেন ‘মা’, ‘বোন’ তো সকলের ঘরেই আছে। যাঁরা তাঁকে এমন কুরুচিকর কথা শোনাচ্ছেন, তাঁরা কি এক বারও তাঁদের মানসিক অবস্থার কথা ভাবছেন না? অন্যদিকে, বাংলার শিল্পীজগৎ নিয়ে ক্ষোভের আঁচ রয়েছে চৈতালীর(Chaitali Lahiri) লেখায়।

উল্লেখ্য, সদ্যপ্রয়াত গায়ক কেকে'কে(Singer KK) নিয়ে রূপঙ্করের(Rupankar Bagchi) করা একটি ভিডিও থেকে বিতর্কের সূত্রপাত। এরপর কলকাতায় অনুষ্ঠান শেষে গায়ক কেকে'র অকাল প্রয়াণের পরেই কেকে ভক্তদের রোষ আছড়ে পড়ে রূপঙ্করের ওই পোস্টে। এমনকি, তাঁর স্ত্রী চৈতালীকে নাকি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরেই পুলিশের দারস্থ হন সস্ত্রীক রূপঙ্কর বাগচী। 

KK DeathFacebook rupankar bagchiCHaitali Lahiri's poemRupankar Bagchi on Singer KK

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ