নটী বিনোদিনীর পর দ্রৌপদী! আবারও এক লার্জার দ্যান লাইফ ইমেজে রুক্মিণী মৈত্র। পরিচালক রামকমল মুখোপাধ্যায়, প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।
বড়পর্দায় আসছে 'মহাভারত'। প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ (Yajnaseni) অবলম্বনেই লেখা হয়েছে সিনেমার চিত্রনাট্য। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকেই রচিত এই মহাভারতের আখ্যান। ছবির নামভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।
গতকালই সামনে এসেছে বিরসা দাসগুপ্তের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'র ট্রেলার। এই প্রথম সাহিত্য নির্ভর চরিত্রে, সত্যবতী হিসেবে দেখা যাবে রুক্মিণীকে। এরই মধ্যে সামনে এল 'দ্রৌপদী'র খবর। একের পর এক চ্যালেঞ্জিং রোলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন রুক্মিণী।