গত কয়েকদিন ধরেই তাঁর দম ফেলার জো নেই। সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’। ছবির প্রচার, হল ভিজিট, মুম্বই থেকে কলকাতা করে চলেছেন গত কয়েকদিন ধরেই। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তাঁকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে তাঁর পোস্ট করা একটি ছবি দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা।
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। হাতে স্যালাইনের চ্যানেল। ক্যাপশনে লেখা, ‘‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’’ কিন্তু কী হয়েছে তাঁর? হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী মারাত্মক জ্বরে পড়েছেন। সেই কারণেই তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও এখনও ছুটি মেলেনি হাসপাতাল থেকে।
এদিকে এমন সময়েই রুক্মিণীর পাশে নেই দেব। এই মুহূর্তে তিনি রয়েছেন থাইল্যান্ডে। খাদানের ব্যাংকক রিলিজের জন্য টিম নিয়ে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন দেব। আর সেইসময়ের রুক্মিণীর অসুস্থতা। দিন কয়েক আগেই 'খাদান'-এর ৫০ দিনের উদযাপন ছিল। সেখানেও অভিনেত্রীর পৌঁছতে বেশ খানিকটা দেরিই হয়েছে। আসলে সেদিন থেকেই নাকি রুক্মিণীর শরীরটা ভাল যাচ্ছে না।
Nati Binodini: কথা রাখেননি গিরিশ ঘোষ, কেন ব্রাত্য বিনোদিনী? রুক্মিণী কি পারবেন?
রুক্মিণীর অসুস্থতার খবর শুনে তাঁর ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদিনীর পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘রুক্মিণী তুমি একজন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’’ রুক্মিণী সেরে উঠুন, এডিটরজি বাংলার তরফে আমাদের এইটুকুই কামনা।