বিনোদন থেকে রাজনীতির জগতে পা দিয়েছেন বেশ কয়েক বছর আগেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেও গিয়েছিলেন, এই লোকসভায় অবশ্য টিকিট পাননি। বলছি রুদ্রনীল ঘোষের কথা। নতুন গোয়েন্দা চরিত্রে এবার রুদ্রনীল। ফেলুদা-ব্যোমকেশ বা শবরের মতো সাহিত্য নির্ভর গোয়েন্দা চরিত্র নয়। রক্ত মাংসের এক গোয়েন্দা চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন রুদ্রনীল।
লালবাজারের দুঁদে গোয়েন্দা সমরেন্দ্র সেনগুপ্তকে নিয়ে সিরিজ বানাচ্ছেন সায়ন্তন মুখোপাধ্যায়। গোয়েন্দা সমরেন্দ্রর চরিত্রে দেখা যাবে রুদ্রনীলকে। শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ‘একেনবাবু’র মতো এই সিরিজেরও ফ্র্যাঞ্চাইজি হবে। তাহলে কি একেন বাবুর বাজার পড়বে?
Srijit-Oti Uttam: মহানায়কেই লক্ষ্মীলাভ! বক্স অফিসে দারুণ ব্যাবসা 'অতি উত্তম'-এর
১৯৫৪ সালের কলকাতা শহরের এক হাড় হিম করা অপরাধের ঘটনা নিয়েই তৈরি সিরিজের গল্প। নাম ‘১৯৫৪ মার্ডার’।