পালিয়ে গিয়ে প্রেমিকাকে বিয়ের কথা তো আকছার শোনা যায়। প্রেমিকাকে ছেড়ে পালিয়ে শেষমেশ কাকে বিয়ে করলেন রুদ্র?, বন্ধুর বোন নিপাকে। এবার বউ শ্বশুরবাড়ি যাবে। বিয়েটা খড়ের গাদায় হলেও দুই বাড়িতেই মেনে নেবে নিশ্চয়ই! সেই নিয়ে ঘোর দুশ্চিন্তায় নতুন বউ, চোখ ছলছল।
বলছি জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের কথা। পর্দার বর কনেরা বাস্তবে ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) এবং ফহিম মির্জা (Fahim Mirza)। স্ক্রিনে তাঁদের জুটি দারুণ হিট। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল।
Ranveer Singh: নগ্নতায় এতটুকু অস্বস্তি হয়না, ইন্টারনেটে ঝড় তোলা ছবি ভাইরাল হওয়ায় বললেন রনভির সিং
ফাহিম আর তাঁর নতুন বৌকে একসঙ্গে দেখে উল্লসিত অনুরাগীরা। গরদের পাঞ্জাবির উপরে সাদা কোটে ফাহিম একেবারে হ্যান্ডসাম বর। পাশে লাল টুকটুকে শাড়িতে লাজুক নতুন বউ। ছবি দেখে মনে হচ্ছে, মোদক বাড়ির আবহাওয়া বেশ ফুরফুরেই!