সম্পর্ক ভাঙা-জোড়ার আবহে টলিপাড়ায় ফের বিয়ের সানাই। টলিপাড়ায় রকমারি নামে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। বেশ কয়েক মাস ধরেই চুটিয়ে প্রেম করছেন তাঁরা। বাংলাজুড়ে এখন কার্যত চলছে বিয়ের মরসুম। এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে সঙ্গীত এবং যমুনা চরিত্রে। সেই পর্দার প্রেমই গড়িয়েছিল বাস্তবে। রুবেলের পাশে ছায়ার মতো থেকেছেন তিনি।
'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করতে করতে রিল রিয়েল লাইফ মিলেমিশে হয়েছে একাকার। কখন যে দু'জন দুজনের প্রেমে পড়ে গিয়েছেন বুঝেই উঠতে পারেননি। এই প্রেমের পর নাকি অভিনেতা রুবেল দাসের জীবনটা অনেকটাই বদলে গিয়েছে। আনন্দবাজার অনলাইনকে রুবেল জানিয়েছিলেন, আগের থেকে অনেক বেশি দায়িত্ববান হয়েছেন তিনি, জীবনে এসেছে শৃঙ্খলা। এখন অনেকটাই স্থিতিশীল তাঁর জীবন।
সেই স্থিতিকেই এবার পরিণতির পথে নিয়ে যেতে চলেছেন রুবেল-শ্বেতা। আর বিলম্ব নয়। নতুন বছরের শুরুতেই চার হাত এক হতে চলেছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের। দুই বাড়িতেই জোর কদমে চলছে প্রস্তুতি। কবে সানাই বাজছে জানেন? সম্ভাব্য তারিখ জানা না গেলেও, ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝিতেই যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্বেতা এবং রুবেল, একথা আর টলিপাড়ায় লুকোনো নেই। আর কিছুদিন পর থেকেই আইবুড়ো ভাতের ধুম লাগবে।
কীভাবে প্রেম হয়ে গেল রুবেল শ্বেতার?
রুবেল জানান শ্বেতার লড়াইয়ের গল্প শুনেই আরও বেশি করে ভালবাসতে ইচ্ছা হয়েছে ওকে। তাঁর কথায় ‘’একটা মেয়ে, যে ভাবে নিজেকে দাঁড় করিয়েছে, সঙ্গে পরিবারকে সামলিয়েছে, তা সত্যিই অভাবনীয়। শ্বেতাকে পেয়ে আমি খুশি।” কঠিন সময়ে শ্বেতার পাশে থাকাটা, তাঁর সঙ্গ রুবেলের কাছে শরীরচর্চার থেকেও বেশি দামী । এমনটাই বলছেন অভিনেতা ।
রুবেলের অসুস্থতায় ছায়াসঙ্গী ছিলেন শ্বেতা
গত বছর দুর্গা পুজোয়। সিরিয়ালের জন্য বাসের উপর থেকে লাফানোর একটি দৃশ্যের শুট চলছিল। সেই সময়েই বেকায়দায় পড়ে গিয়ে আহত হন রুবেল। দু'পায়ের গোড়ালি ভেঙে যায় তাঁর। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয়। বিছানায় পড়ে ছিলেন রুবেল। সেবার রুবেলের জন্য পুজোর যাবতীয় আনন্দ শিকেয় তুলে রেখেছিলেন শ্বেতা। প্রতিমা দর্শনটুকুও করেননি। সারাক্ষণ ছিলেন প্রেমিকের পাশে। নিয়মিত যোগাযোগ রেখেছেন চিকিৎসকদের সঙ্গে। খাইয়ে দিয়েছেন নিজের হাতে। খেয়াল রেখেছেন ওষুধপত্র থেকে শুরু করে প্লেটলেটের ওঠাপড়ার। নেটিজেনরাও ধন্য ধন্য করছেন। এমন সঙ্গী পাওয়া কি মুখের কথা!
তাই বলাই বাহুল্য, এই জুটিকে বিয়ের পিঁড়িতে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। জন্মদিন হোক বা পুজো, বিশেষ দিনগুলো একসঙ্গেই কাটান তাঁরা। এই পুজোতেও তেমনটাই হয়েছে।
গত এক বছরে এক ‘অন্য’ টলিউডের সাক্ষী থাকল বাংলা। এই টলিউড বিচ্ছেদ দেখাল, কর্মবিরতি দেখাল, হেনস্থা দেখাল। আরও কত কী দেখতে হবে তা সময় বলবে।
সোহিনীর গা থেকে এখনও যায়নি বিয়ের গন্ধ। গত মরশুমে শোভনের সাত পাকে বাঁধা পড়েন তিনি। এদিকে পুজোর আবহে ছাদনাতলায় উঠেছেন রূপসা চট্টোপাধ্যায়ও। মনের মানুষকে সঙ্গে নিয়ে নতুন সফর শুরু করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয়েছিল রূপসা আর সায়নদীপের । তারপর সেই আলাপ জমে বন্ধুত্বে। এরপর তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শীত আসছে। বিয়ের মরশুম। নতুন জীবন শুরু করবেন শ্বেতা রুবেল। এডিটরজি বাংলার তরফে তাঁদের আগাম শুভেচ্ছা।