Roktobeej 2: দূরত্ব মিটল মিমি, নুসরতের? পুজোয় বড়পর্দায় আসছে 'রক্তবীজ ২', 'রঘুডাকাতের' সঙ্গে জমবে টক্কর ?

Updated : Feb 19, 2025 17:30
|
Editorji News Desk

গত বছরের পুজোয় বক্সঅফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’। অনেক দিন পর বাংলা ছবির পালে হাওয়া লাগিয়েছিল আবীর-মিমি-ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি। বছরের শুরুতেই ফের সুখবর। আসছে ‘রক্তবীজ ২’। টলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে আবীর মিমি ছাড়াও নাকি দেখা যাবে অভিনেত্রী নুসরত জাহানকে। 


মিমি নুসরতের পূর্বের বন্ধুত্বের কথা করোরই অজানা নয়। তবে সেই বন্ধুত্বের মধ্যে যে দূরত্ব বেড়েছে তার টেরও পাওয়া গিয়েছে গত কয়েকবছর ধরেই। তবে কি দূরত্ব মিটতে চলেছে ‘বোনুয়া’দের মধ্যে? ‘রক্তবীজ’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তবে নুসরতকে কোন চরিত্রের জন্য ভাবা হয়েছে সে বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। 


আগের ছবিটিতে মাত্র একটি গানের দৃশ্যে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরাকে, ‘গোবিন্দ দাঁত মাজে না’ আইটেম গানে নেচেছিলেন অভিনেতা। এই ছবিতেও তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। শোনা যাচ্ছে এই ছবিতে থাকছে আরও একটি চমক। তিনি কৌশানি মুখোপাধ্যায় (Kousani Mukherjee)। 


গত মে মাসেই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ ২’-এর প্ৰথম মোশন পোস্টার।পোস্টারে দেখা গিয়েছিল আবির এবং মিমিকে, ক্যাপশনে লেখা,  ‘রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে, সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ ২।’

উল্লেখ্য, ২০১৪ সালে ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে জানা গিয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। সেই কাহিনীকেই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শিবু নন্দিতার জুটি।  শিবপ্রসাদ জানিয়েছিলেন, ওইদিন কী ঘটেছিল, সেটা সবাই জানে । কিন্তু, কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি নিয়ে তাঁদের সিনেমা 'রক্তবীজ' । প্রত্যাশা, এই ছবিতে আরও কিছু রহস্যের সমাধান করবেন আবির - মিমিরা। 


এই ছবিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়য়ের অভিনয় জাতীয় স্টোরে প্রশংসিত হয়েছিল। শোনা যাচ্ছে এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকেও। সুতরাং ছবি ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে টলিউডে। যদিও নির্মাতাদের তরফে কোনওকিছুই এখনও চূড়ান্ত করা হয়নি। এদিকে, চলতি বছরে পুজোর ছবির ঘোষণা আগেভাগেই করে রেখেছেন দেব। বলাই বাহুল্য, বক্সঅফিসে এই দুই ছবির জোরদার টক্কর হবে।  

 

Roktobeej

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ