বছর দেড়েক আগে অভিনেত্রী সৃজলা গুহ-র সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যর (Rohan Bhattachaya) । কী কারণে তাঁদের ছাড়াছাড়ি হয়েছিল, তা যদিও এখনও জানা যায়নি। তবে এরমধ্যেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল নতুন করে নাকি আবার প্রেমে পড়েছেন অভিনেতা। প্রেয়সী, তাঁর বর্তমান সহঅভিনেত্রী অঙ্গনা রায়।
এই মুহূর্তে, ‘তুমি আশেপাশে থাকলে’তে অভিনয় করছেন দুজনে। অনেকদিন ধরেই, তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সম্পর্কে সিলমোহরও দিল জুটিতে।
Bonny-Koushani Wedding: লোকসভা ভোটের আগেই, বিয়ের পিঁড়িতে বনি-কৌশানি?
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে, একটি ছবি তোলেন তাঁরা। ছবির ক্যাপশনে রোহণ লিখেছেন, 'তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই।'